কূটনৈতিক প্রতিবেদক :[২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষে সংহতি প্রকাশ করেছে চীন।
[৩] মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি আমাদের ঐক্য ও সোনার বাংলাদেশকে স্মরণ করিয়ে দেয়।
[৪] বঙ্গবন্ধুর বৈদেশিক সম্পর্কের নীতি এবং নতুন চীন সম্পর্কে গভীর পর্যবেক্ষণ চীন-বাংলাদেশ বন্ধুত্বের পথ প্রশস্ত করেছিল। সেই বন্ধুত্ব শুরু থেকে এখনো বর্তমান।
[৫] আঞ্চলিক, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবজাতির ভবিষ্যত সমৃদ্ধি নতুন উচ্চতায় নিতে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে চীন।