শিরোনাম

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ ঘিরে রঙিন রাজধানীসহ সারাদেশ

সুজন কৈরী : [২]সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ থেকে শুরু করে অভিজাত হোটেলগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।  নগরের অলি-গলিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়গুলো সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। রাস্তার দুই পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বাহারি রংয়ের আলোর ঝলকানি।

[৩] আজ ১৭মার্চ জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালন করবে গোটা দেশ। করোনা ভাইরাসের কারণে আয়োজনে পরিবর্তন আনা হয়েছে ইতিমধ্যে।

[৪] দিবসটি উপলক্ষ্যে সাজানো হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থাপনা। নগরীর প্রধান সড়ক, স্থাপনাগুলোয় শোভা পাচ্ছে বাহারি রঙের আলো। বাদ যায়নি রাস্তার মোড়, ল্যাম্পপোস্টও। [৫] আর এ দৃশ্য দেখতে মধ্যরাতেও হাতিরঝিলে এসেছেন অনেকে।

[৫] বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর এমন আয়োজন দেখতে পেয়ে অনেকেই জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা। মুজিব বর্ষের সকল আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়