শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের কোয়ারেন্টাইন ব্যবস্থা ও রোহিঙ্গা ক্যাম্পের পদক্ষেপ নিয়ে কূটনীতিকদের আশ্বস্থ করেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকদের ‘বাংলাদেশের কোয়ারান্টাইন ব্যবস্থা ও রোহিঙ্গা ক্যাম্পের পদক্ষেপ নিয়ে প্রশ্ন, আশ্বস্থ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানালেন, সরকারে নেওয়া কার্যক্রম চলতি মাসের শেষে পর্যালোচনা করা হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

[৩] সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে আশ্বস্থ করে মোমেন বললেন, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বেশিরভাগ বিদেশ ফেরত। তাদের দ্বারা কয়েকজন সংক্রমিত হয়েছেন।

[৪] আক্রান্তদের চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল বিশেষভাবে রাখা হয়েছে। এছাড়া জেলা, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে।

[৫] তিনি বলেন, সম্প্রতি বিদেশ থেকে আগমন করেছে এমন কোনও ব্যক্তিকে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানে এখন পর্যন্ত কোনও করোনাভাইরাস রোগীর সন্ধান মেলেনি।

[৬] ভাইরাস কোনো সীমানা মানে না উল্লেখ করে বলেন, করোনা মোকাবিলায় আপনারা সবাই এগিয়ে আসুন। একই সঙ্গে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদেও সহযোগিতাও অব্যহত রাখুন।

[৭] ভাইরাস মোকাবিলায় ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সবগুলো মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

[৮] বিদেশের আমন্ত্রিত অতিথিদের সুরক্ষার জন্য এই মুহূর্তে মুজিব বর্ষের অনুষ্ঠান করা হচ্ছে না।

[৯] কূটনৈতিক ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, নেপাল, ব্রাজিল, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সচিব মাসুদ বিন মোমেনসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়