শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ায় পা ফেললেই ‘আইসোলেশন’

আমাদের সময় : [২] যে কোনো দেশ থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছামাত্রই তাকে অবশ্যই আলাদা বা আইসোলেশনে থাকতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে দেশটির সরকার এ নির্দেশ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে এ নির্দেশ কার্যকর হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। খবর বিবিসি।

[৩] অস্ট্রেলিয়া কৃর্তপক্ষ নৌপথসহ বিভিন্ন যোগাযোগ নিয়ন্ত্রণ করেছে। আগামী ৩০ দিন চলমান কড়াকড়ি বলবৎ থাকবে। তবে দেশটিতে স্কুল এখনো খোলা রয়েছে। গতকাল বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ২৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; এ ছাড়া তিন জন মারা গেছেন। এর আগে শনিবার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ একই ধরনের ঘোষণা দিয়েছে। নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিদেশ থেকে কেউ এলেই তাকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকতে হবে। এমনকি নিউজিল্যান্ডের কোনো নাগরিক অন্য দেশ থেকে সেখানে পৌঁছলেই তাকেও অবশ্যই আলাদা থাকতে হবে।

[৪] এদিকে ইউরোপে ইতালির পর স্পেন ও ফ্রান্স করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে দুটি দেশ নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। স্পেনে জরুরি জিনিস ও ওষুধপত্র কেনাকাটা ছাড়া লোকজনের বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

[৫] এদিকে ভারতের অবস্থা বেশ উদ্বেগজনক। গতকাল এক লাফে দেশটিতে করোনা আক্রান্ত রোগী ১০৭ জনে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮০-র ঘরে। কিন্তু গতকাল রবিবার সকালেই তা ১০০ পেরিয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১৭ জন বিদেশিও আছেন। মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্ত হয়েছে ৩১ জন। এর আগে নতুন যে ১৪ জন আক্রান্ত হয়েছিলেন তাদেরও সবাই মহারাষ্ট্রের বলে জানিয়েছে এনডিটিভি। এর পরই আছে কেরালা। সেখানে আক্রান্ত হয়েছেন ২২ জন। উত্তরপ্রদেশে ১১। হরিয়ানায় আক্রান্ত ১৪ জনের সবাই বিদেশি।

[৬] এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৩৬-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজার ৯২২ জন। উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবেই এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়