শিরোনাম
◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ায় পা ফেললেই ‘আইসোলেশন’

আমাদের সময় : [২] যে কোনো দেশ থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছামাত্রই তাকে অবশ্যই আলাদা বা আইসোলেশনে থাকতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে দেশটির সরকার এ নির্দেশ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে এ নির্দেশ কার্যকর হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। খবর বিবিসি।

[৩] অস্ট্রেলিয়া কৃর্তপক্ষ নৌপথসহ বিভিন্ন যোগাযোগ নিয়ন্ত্রণ করেছে। আগামী ৩০ দিন চলমান কড়াকড়ি বলবৎ থাকবে। তবে দেশটিতে স্কুল এখনো খোলা রয়েছে। গতকাল বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ২৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; এ ছাড়া তিন জন মারা গেছেন। এর আগে শনিবার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ একই ধরনের ঘোষণা দিয়েছে। নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিদেশ থেকে কেউ এলেই তাকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকতে হবে। এমনকি নিউজিল্যান্ডের কোনো নাগরিক অন্য দেশ থেকে সেখানে পৌঁছলেই তাকেও অবশ্যই আলাদা থাকতে হবে।

[৪] এদিকে ইউরোপে ইতালির পর স্পেন ও ফ্রান্স করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে দুটি দেশ নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। স্পেনে জরুরি জিনিস ও ওষুধপত্র কেনাকাটা ছাড়া লোকজনের বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

[৫] এদিকে ভারতের অবস্থা বেশ উদ্বেগজনক। গতকাল এক লাফে দেশটিতে করোনা আক্রান্ত রোগী ১০৭ জনে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮০-র ঘরে। কিন্তু গতকাল রবিবার সকালেই তা ১০০ পেরিয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১৭ জন বিদেশিও আছেন। মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্ত হয়েছে ৩১ জন। এর আগে নতুন যে ১৪ জন আক্রান্ত হয়েছিলেন তাদেরও সবাই মহারাষ্ট্রের বলে জানিয়েছে এনডিটিভি। এর পরই আছে কেরালা। সেখানে আক্রান্ত হয়েছেন ২২ জন। উত্তরপ্রদেশে ১১। হরিয়ানায় আক্রান্ত ১৪ জনের সবাই বিদেশি।

[৬] এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৩৬-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজার ৯২২ জন। উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবেই এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়