নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুতের তারে লেগে খড় বোঝাই ভটভটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের পান্তাগাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কল্যাণনগর গ্রাম থেকে গরুর খাবার খড় ভটভটি বোঝাই করে পাবনা জেলার সাঁথিয়ায় নিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলার পান্তাগাড়ি রাস্তার মোড়ে বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে ওই ভটভটিতে থাকা খড়ের সংস্পর্শে আসলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় আগুন দ্রুত পুরো ভটভটিতে ছড়িয়ে পড়ে। এতে ১০ হাজার টাকা এবং ভটভটিসহ খড় পুড়ে যায়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভটভটি চালক মনিরুল ইসলাম বলেন, বিদ্যুতের লাইনের তার থেকে আগুনে ভটভটিসহ পুরো খড় পুড়ে গেছে। এছাড়াও ভটভটির বাক্সে থাকা ১০ হাজার টাকাও পুরে যায়। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, ভটভটিতে অধিক পরিমাণে খড় বোঝাই করায় তা অনেক উঁচু হয়ে ছিল। এ কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে দুর্ঘটনাবশত সংস্পর্শে আসলে এতে আগুন ধরে যায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।