আরিফুজ্জামান তুহিন : বাঙালি এক অদ্ভুত ‘বামপন্থী’ শিশুসুলভ বিরোধিতাকারী জাতি। তারা রইজউদ্দিনকে কবি হিসেবে স্বাধীনতা পুরস্কার দিলেও বিরোধিতা করে, আবার স্বাধীনতা পুরস্কার কেড়ে নিলেও বিরোধিতা করে। তাদের মূল কাজ হলো বিরোধিতা করা, সেটা বুঝে, না বুঝে, খালি খালি। দুনিয়াতে একটিমাত্র দেশ যেখানে জনগণের পক্ষে একটি আন্দোলন-সংগ্রাম না করেও বাংলাদেশের বিরোধীদল দুনিয়ার সব থেকে জনপ্রিয়। এর কারণ হলো সব নিগেটিভ মাইন্ডসেট। যদি কেউ একটা পরিকল্পনা করেন ভালো কিছু করবেন, বিজনেস করবেন। ১০০ জন এসে বলা শুরু করবে আরে মিয়া বিজনেস করলে তো হাতে হারিকেন পেছনে বাঁশ। এরপর শত শত পরিসংখ্যান ঢালা শুরু করবে। এসব শুনে বিজনেস কিংবা কোনো পরিকল্পনা করা ব্যক্তি স্রেফ দোয়া দুরুদ পড়ে বলবে, আল্লাহ বাঁচিয়েছে। শয়তান কিসিমের কিছু ঢেঙা পোলাপন বলে, বাঙালিরা যে দোজকে যাবে সেখানে কোনো দরজা ও পাহারাদার থাকবে না। কারণ কেউ পালাতে গেলে অন্যরা তারে টেনে নিজেদের কাছে রেখে যাবে। আচ্ছা পরের শ্রী দেখে দুনিয়াতে কেউ কাতর হয়? হয় না। সে কারণে বাংলা ডিকশনারিতে পরশ্রীকাতরতা পাবেন। ফেসবুক থেকে