মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি ঃ[২] রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশ গত বুধবার রাতে উপজেলার কামারডাঙ্গী গ্রাম থেকে আইয়ুব আলী (৩৯) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে। সে একই উপজেলার সরিষা গ্রামের জিয়ারত আলীর ছেলে।
[৩] পাংশা মডেল থানার ওসি আহসান উল্লাহ জানান, গ্রেফতারকৃত আইয়ুব আলীর নিকট থেকে ২টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় আরো ৫টি মামলা আছে।