শিরোনাম
◈ ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, ‘কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা থাকলে, সেই জায়গা থেকে চলে এসো না

লুৎফর রহমান হিমেল : চীন করোনা আক্রান্ত মহামারী এলাকায় জনচলাচল বন্ধ করে দিয়ে ‘লকডাউন’ করে চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছিলো। এখন তারা অনেকটাই বিপদ কাটিয়ে উঠেছে। উহানসহ কয়েকটি এলাকার মিল-ফ্যাক্টরি খোলারও খবর মিলছে। মহামারীতে এই যে জনচলাচল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া, এটি বিজ্ঞানসম্মত একটি পদক্ষেপ। নানা ধর্মেও এর স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়। ধর্ম তো মানুষের জন্যই। ইসলাম ধর্মেও এই মহামারী নিয়ে নির্দেশনা দেওয়া আছে। রাসূলুল্লাহ (সা.) মহামারীর সংক্রমণ রোধে আক্রান্ত অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করেছেন। মুমিন ঈমান ও ইখলাসের সঙ্গে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। মহানবী (সা.) এ ব্যাপারে বলেন, ‘কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা থেকে চলে এসো না। অন্যদিকে কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করলে সে জায়গায় যেও না’। (সুনানে তিরমিজি, হাদিস : ১০৬৫)
অর্থাৎ মহামারী দেখা দিলে ওই এলাকায় না-যাওয়া, কিংবা উপদ্রুত এলাকা থেকে বাইরে বের হয়ে আসা সঠিক কাজ নয়। পরিস্থিতির উত্তরণ না ঘটা পর্যন্ত যার যার অবস্থানে স্থির থাকা উচিত। এতে ক্ষয়ক্ষতি কমানো যাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়