লুৎফর রহমান হিমেল : চীন করোনা আক্রান্ত মহামারী এলাকায় জনচলাচল বন্ধ করে দিয়ে ‘লকডাউন’ করে চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছিলো। এখন তারা অনেকটাই বিপদ কাটিয়ে উঠেছে। উহানসহ কয়েকটি এলাকার মিল-ফ্যাক্টরি খোলারও খবর মিলছে। মহামারীতে এই যে জনচলাচল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া, এটি বিজ্ঞানসম্মত একটি পদক্ষেপ। নানা ধর্মেও এর স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়। ধর্ম তো মানুষের জন্যই। ইসলাম ধর্মেও এই মহামারী নিয়ে নির্দেশনা দেওয়া আছে। রাসূলুল্লাহ (সা.) মহামারীর সংক্রমণ রোধে আক্রান্ত অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করেছেন। মুমিন ঈমান ও ইখলাসের সঙ্গে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। মহানবী (সা.) এ ব্যাপারে বলেন, ‘কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা থেকে চলে এসো না। অন্যদিকে কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করলে সে জায়গায় যেও না’। (সুনানে তিরমিজি, হাদিস : ১০৬৫)
অর্থাৎ মহামারী দেখা দিলে ওই এলাকায় না-যাওয়া, কিংবা উপদ্রুত এলাকা থেকে বাইরে বের হয়ে আসা সঠিক কাজ নয়। পরিস্থিতির উত্তরণ না ঘটা পর্যন্ত যার যার অবস্থানে স্থির থাকা উচিত। এতে ক্ষয়ক্ষতি কমানো যাবে। ফেসবুক থেকে