আসিফুজ্জামান পৃথিল : [২] বৃহস্পতিবার ওহিওর ক্লিভল্যান্ডে সমাবেশ করার কথা ছিলো জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সের। সমর্থকদের জনস্বাস্থ্য বিবেচনায় দুজনেই নির্ধারিত সমাবেশগুলো বাতিল করেছেন। দ্য গার্ডিয়ান
[৩] তবে উইসকনসিন এর মিলাওয়াকিতে আগামী সপ্তাহের বৃহস্পতিবার ক্যাথলিক ফর ট্রাম্প নামের একটি নতুন সমাবেশের ঘোষণা দিয়েছেন।
[৪] বিষয়টির সমালোচনা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান স্ট্র্যাটেজিস্ট ডেভিড অ্যাক্সেলরড বলেন, ‘জনস্বাথ্যের জন্য বর্তমানে বড় ধরনের জনসমাগম ঝুঁকিপূর্ণ। এই সময় আমাদের কমান্ডার ইন চিফ সমাবেশের আয়োজন করেছেন।
[৫] করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্প সফল হননি, বিষয়টি এভাবে দেখাতে চায় ডেমোক্রেট প্রার্টি। নির্বাচনী প্রচারণাতেও এই এই বিষয়গুলো তুলতে চাচ্ছে দলটি।
[৬] এদিকে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির ভিত্তিই সবসময়ে সমাবেশ কেন্দ্রীক। ২০১৬ সালে নিজের বক্তৃতার জোড়েই তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন।
[৭] এদিকে ডেমোক্রেট মনোনয়ন পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেলিগেট ভোটে বেশ খানিকটা এগিয়ে গেছেন জো বাইডেন। বর্তশানে তার প্রাপ্ত ভোট ৮৬৪। আর বার্নি স্যান্ডার্স প্রেয়ছেন ৭১০ ভোট।