শিরোনাম
◈ মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর ◈  আন্তর্জাতিক মান নিশ্চিতের নির্বাচনি রোডম্যাপ? ◈ ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন ◈ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ ◈ পুলিশ সদস্যের বিরুদ্ধে সহকর্মী নারী কনস্টেবলকে থানা ব্যারাকে ধর্ষণের অভিযোগ: তদন্ত শুরু ◈ আউশকান্দিতে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে বাস ও ১০টি সিএনজি ◈ আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার ◈ ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল ◈ লুকানো ক্যামেরা শনাক্তের সহজ উপায় স্মার্টফোনই, করবেন যেভাবে ◈ আইডি কার্ড বিতর্ক থেকে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে ৫ হাজার তালেবানকে মুক্তির ফরমান জারি করলেন ঘানি, প্রতারণা মেনে নেয়া হবে না বললো মুখপাত্র

রাশিদ রিয়াজ : [২] আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কারাগারে আটক পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এতে তার দেশে সহিংসতা কমবে এবং এর ফলাফল জনগণ উপলব্ধি করতে পারবে। প্রথম দফায় দেড় হাজার তালেবানকে মুক্তি দেয়া হবে। আগামী শনিবার থেকে দিনে ১শ করে তালেবান কারাগার থেকে বের হবার পর শর্ত হিসেবে তারা ফের যুদ্ধে যোগ দিতে পারবে না। ইয়ন/এক্সপ্রেস ট্রিবিউন/ডন

[২] বাকি সাড়ে ৩ হাজার তালেবান মুক্তি পাবে আফগান সরকারের সঙ্গে তালেবানদের আলোচনা শুরু হলে। প্রতি সপ্তাহে ৫শ তালেবানকে মুক্তি দেয়া হবে।

[৩] যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমে খালিলজাদ আশরাফ ঘানির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে খালিলজাদ আফগান সরকার ও তালেবানকে আলোচনা করার তাগিদও দিয়েছেন।

[৪] এদিকে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন মঙ্গলবার টুইটে বলেছেন ৫ হাজার বন্দির মুক্তির বিষয়ে কোনো প্রতারণা মেনে নেয়া হবে না। এদের তালিকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে তালেবান। আফগান সরকার জানিয়েছে, বয়োবৃদ্ধ তালেবান সদস্যদের পাশাপাশি যাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে সবার আগে মুক্তি দেয়া হবে।

[৫] গত ২৪ ঘন্টায় আফগানিস্তানের ১৫টি প্রদেশে তালেবানরা ৩২টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৫ নিরাপত্তা কর্মী ছাড়াও ২ বেসমরিক ব্যক্তি নিহত হয়েছে। এর আগে প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার অভিষেক অনুষ্ঠানে বলেন, তালেবান বন্দিদের মুক্তি দেয়া হবে কিনা সেটা কাবুল সরকারের ব্যাপার, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তারপর হেলমান্দে তালেবানদের হামলায় ২০ আফগান সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আব্দুল্লাহ আব্দুল্লাহ নতুন করে শপথ নিলেও যুক্তরাষ্ট্র ও চীন তাকে সমর্থন দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়