শিরোনাম
◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে ২ নারীসহ আহত ৩

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি:  [২] শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে। বর্তমানে তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[৩] স্থানীয় সুত্রে জানা যায়, সকালে শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) তাদের সন্তানদের শমশেরনগর বিএএফ শাহিন কলেজে দিয়ে ২ জন মিলে প্রাইভেট কারের চালককে সাথে নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে আসেন। প্রাইভেট কারটি খেলার মাঠ প্রদক্ষিণ করে এক সময় এসময় গাড়িটি (ঢাকা মেট্রো খঃ ১১-৭৭২৫) নিয়ন্ত্রণ হারিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে গাড়টি উল্টে যায়।

[৪] এ ঘটনায় দুই নারীসহ কারের চালকও আহত হয়েছেন। তখন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সংবাদকর্মী মো. সালাহ্উদ্দিন শুভ ও হৃদয় ইসলাম মিলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকা জনক দেখে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাসরিন জাহান প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে দূর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহতের সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়