শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ মার্চ বসবে পদ্মা সেতুর ২৬তম স্প্যান

তিমির চক্রবর্ত্তী : [২] বৃহস্পতিবার বিকেলে সেতুর প্রকল্প কর্মকর্তা এ কথা জানান। পদ্মা সেতুর জন্য ৪২টি পিয়ারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৯ টির। ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি বসানো শেষ হয়েছে। ২০২১ সালের জুনে সেতু চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পদ্মা সেতু চালু হলে দৈনিক গড়ে সাত হাজার গাড়ি পারাপার হবে। কালের কন্ঠ, ইউটিউব

[৩] নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, এ পর্যন্ত সেতুর প্রায় চার কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হচ্ছে এই পদ্মা সেতু। প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও সৌন্দর্য বর্ধনে এক লাখ ৫৮ হাজার গাছ লাগানো হয়েছে।

[৪] এছাড়া রেলপথ বসানোর জন্য রেলওয়ে স্ল্যাব তৈরি করে রাখা হয়েছে। সেতুটি হবে দোতলা নিচে রেলপথে বসানো হবে ৩০০০ রেলস্যাব, এ পর্যন্ত বসানো হয়েছে ৫১২টি। প্রায় এক কিলোমিটার অংশে রেলপথের এ অবকাঠামো বসানো হয়েছে।

[৫] প্রকল্প কর্মকর্তা, চীনা দূতাবাসের কর্মকর্তা, চীনের সাংবাদিক, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্য গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে বললেন, সেতু তো হয়েই যাচ্ছে। এছাড়া রামপাল থেকে বিদ্যুৎ আসবে, তাই নদীর ওপর সরবরাহ লাইনও হচ্ছে। লাইনগুলো বসানোর জন্য কী কাজ হয়েছে তা দেখিয়ে দিচ্ছিলেন আঙুল দিয়ে।

[৬] নির্বাহী প্রকৌশলী বলেন, করোনাভাইরাসের কারণে সেতুর কাজে কিছুটা ধীরগতি হচ্ছে। প্রকল্পে চীনের ৯৮০ জন কর্মকর্তা-কর্মচারী যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে এখনো ফেরেননি ১৭২ জন। তাঁদের বেশির ভাগ দক্ষ কর্মী। জানা গেল, চীন থেকে দক্ষ কর্মীর সংকট মোকাবেলায় শতাধিক কর্মী নিয়োগ দিয়ে ক্ষতি পুশিয়ে নেয়ার চেষ্টা করছি।

[৭] সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, সেতুর ৬.১৫ কিলোমিটারের মধ্যে এখন প্রায় চার কিলোমিটার এখন দৃশ্যমান। ২৭ তম স্প্যান বসানো হবে এ মাসেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়