ইয়াসিন আরাফাত : [২] সোমবার স্বল্প দৈর্ঘ্যের ছবি দেবী-র প্রচারে হ্যাসট্যাগ মিটু নিয়ে মুখ খুললেন বলিউডের এই জনপ্রিয় দুই অভিনেত্রীে। হ্যাশট্যাগ মিটু নিয়ে এদিন দুজনেই বিশেষ বার্তা দিয়েছেন। কলকাতা ২৪, ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] কাজল বলেন, আমাদের সমাজে #মিটু মিটু যথেষ্ট প্রভাব ফেলেছে। আমার মনে হয়, ভালো খারাপ যে কোনও পুরুষই এখন এই বিষয়টা নিয়ে ভাবেন, এটা দরকার।বহু নামী দামী মানুষের নাম এর সঙ্গে জড়িয়েছে।বর্তমান সময়ে মানুষ অনেক ভেবেচিন্তে কাজ করছেন। সেটা ছবির সেটেই হোক বা অফিসের মধ্যে।
[৪] এই বিষয়ে শ্রুতি হাসান মনে করেন #মিটুর জন্য এখন অনেকেই সতর্ক থাকেন। তিনি বলেন, আমার মনে আছে এই মিটু বিষয়টি হওয়ার পরে আমি একবার ফ্লাইটে লন্ডন যাচ্ছিলাম। আমার সামনে একজন ল্যাপটপ খুলে বসেছিলেন। নারীদের সঙ্গে কতটা দূরত্ব বজায় রেখে কথা বলা উচিত, তা নিয়ে পড়াশোনা করছিলেন। এই মিটু বিষয়টা এমন একটা সচেতনতা তৈরি করেছে, যেখানে কেউ প্রশ্ন করলে আরেকজন উত্তর দিতে বাধ্য।
[৫] বলিউডে বিশেষ প্রভাব ফেলেছে হ্যাশট্যাগ মিটু মুভমেন্ট।২০১৭ সাল থেকে হ্যাশট্যাগ মিটু শুরু হয় বলিউডে।সে সময় কাজ করতে গিয়ে যৌন হেনস্থার বিভিন্ন ঘটনা সামনে আসতে থাকে। বহু জনপ্রিয় তারকারও নাম ছড়িয়ে পড়ে।
[৬] সেই সময় অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তনুশ্রীর দাবি ছিলো, ১০ বছর আগে একটি ছবির শ্যুটিং-এর সময়ে যৌন হেনস্থা করেছিলেন নানা। তার পর থেকেই পাকাপাকি ভাবে মিটু জায়গা করে নেয় বিটাউনে।