শিরোনাম
◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপিয়ার রুম ভাড়া সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ওয়েস্টিন কর্তৃপক্ষকে দুদকের চিঠি

সুজন কৈরী : [২] নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নুর পাপিয়া ওরফে পিউ সম্পর্কে তথ্য জানতে চেয়ে ওয়েস্টিন হোটেলকে সোমবার বিকেলে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ। তথ্যগুলো আগামী ৮ মার্চের মধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

[৩] চিঠিতে পাপিয়া কত তারিখ থেকে কত দিন এবং কত নম্বর কক্ষ-রুম-স্যুট বা প্রেসিডেন্সিয়াল স্যুট ব্যবহার করেছেন, মোট কত জনকে নিয়ে অবস্থান করেছেন, প্রত্যেকের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য, হোটেলে খাওয়া দাওয়া, সুইমিং পুল ব্যবহার ও বারের বিলসহ অন্যান্য বিল বাবদ মোট কত টাকা পরিশোধ করেছেন এবং বিলগুলো কীভাবে পরিশোধ করা হয়েছে, যাবতীয় বিল ভাউচারের কপি চাওয়া হয়েছে।

[৪] হোটেলে পাপিয়া, তার স্বামী ও পাপিয়ার কাছে যাওয়া ব্যক্তিদের চেক ইন ও আউট সংক্রান্ত হোটেল এন্ট্রি রেজিস্টার সংশ্লিষ্ট পৃষ্ঠার সত্যায়িত কপিও চাওয়া হয়েছে।

[৫] গত ১২ অক্টোবর থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেলের সিসিটিভি ফুটেজ এবং পাপিয়া ও তার কাছে লোকজনকে নিয়ে যেসব কক্ষে অবস্থান করা সংক্রান্ত ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে।

[৬] দুদক বলছে, সম্পদ অনুসন্ধানের পাশাপাশি পাপিয়া কাদের সহায়তায় এসব সম্পদ অর্জন করেছেন তাও খতিয়ে দেখা হবে।

[৭] দুদক সূত্র জানায়, পাপিয়ার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গত বৃহস্পতিবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। রোববার অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। সম্পাদনা : রেজাউল

  • সর্বশেষ
  • জনপ্রিয়