কূটনৈতিক প্রতিবেদক : [২] সোমবার সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে দেখা যায় উভয় দেশেই সমপরিমাণ (৫০:৫০) মানুষ মারা যায়। এটি থেকে বোঝা যায় উভয় দেশেই অপরাধমূলক কার্যক্রম হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে হত্যাকাণ্ডের সংখ্যা যতদূর সম্ভব কমানো। সীমান্ত পর্যবেক্ষণে যৌথ নজরদারি বাড়ানো হবে।
[৩] শ্রিংলা বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনও ধর্মের বা কোনও নাগরিকের বিরুদ্ধে সিএএ নয়। বর্তমান সরকার সংখ্যালঘুদের বিষয়ে যত্নবান। ভারতের উচ্চ আদালতের নির্দেশেই করা হয়েছে। এনআরসি বাংলাদেশের মতো বন্ধুরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় নয়। ভারতে কয়েক লাখ উদ্বাস্তু রয়েছে যাদের কোনও দেশ নেই এবং তাদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার জন্য এটি করা হয়েছে।
[৪] গত ১০ বছরে পাকিস্তানের পাঁচ হাজারের মতো নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে জানিয়ে বলেন, আমি আশ্বস্ত করতে চাই এর কোনও বিষয় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না। যেকোনও ধরনের সরাসরি অথবা সরাসরি নয় এবং ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত প্রভাব আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো।