শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিমাত্রায় রাজনীতিকরণের কারণেই পুলিশের নিজস্ব স্বাধীনতা নেই: সাবেক আইজিপি নূর মোহাম্মদ

যুগান্তর :[২] এবার পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্তৃক চিত্রনায়ক সালমান শাহ হত্যা তদন্ত রিপোর্ট প্রকাশের পর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন পুলিশের সাবেক আইজিপি সরকারদলীয় এমপি নূর মোহাম্মদ।

[৩] সাবেক আইজিপি সরকারদলীয় এমপি নূর মোহাম্মদের এ চমকানো স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। বিভিন্ন হাতবদল হয়ে শেষ পর্যন্ত ২০১৬ সালের ২১ আগস্ট পিবিআই’র ওপর দায়িত্ব বর্তায় ১৯৮৬ সালের ৬ সেপ্টেম্বরের এ মামলাটি।

[৪] মাত্র চার বছরের মাথায় দীর্ঘ ২৪ বছর আগের এ মামলাটির সফল তদন্ত প্রতিবেদন দিয়ে পিবিআই প্রধান (মহাপরিচালক) ডিআইজি বনজ কুমার মজুমদার যখন বিভিন্ন মহল এবং মিডিয়ার প্রশংসার স্তূতিতে ভাসছিলেন তখন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি পুলিশের পেশাদারিত্ব নিয়ে এ ধরনের আবেগঘন একটি স্ট্যাটাস দিলেন।

শনিবার রাত ৮টা ১০ মিনিটে তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে এ স্ট্যাটাসটি দেন।

[৫] এ স্ট্যাটাসে ওঠে এসেছে পুলিশ বাহিনীর দীর্ঘদিনের বঞ্চনা, সহযোগিতা ও স্বাধীনতাহীনতা এবং এ বাহিনীর প্রতি সাধারণ মানুষের নেতিবাচক ধারণার সাতকাহনের ইতিহাস।

অবশ্য, এর আগের দিন শুক্রবার দুপুরে ২টা ২৩ মিনিটে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার তার নিজস্ব ফেসবুকে পুলিশের সাবেক এই আইজিপি নূর মোহাম্মদের সঙ্গে দায়িত্বপালনকালীন অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একটি স্ট্যাটাস দেন।

এ স্ট্যাটাসে বনজ কুমার মজুমদার লেখেন, সাবেক শ্রদ্ধেয় আইজিপি নূর মুহাম্মদ স্যার এমপি যখন সিএমপি’র ডিসি পোর্ট ছিলেন, তখন আমি ছিলাম তার সেকেন্ড ইন কমান্ড-এসি পোর্ট। তিনি একদিন বলেছিলেন -‘বনজ নিজের ঢোল নিজে পিটাবা, তোমার ঢোল কেউ পিটিয়ে দেবে না। শুধু দেখবা যেন ফেটে না যায়।’

আর এ স্ট্যাটাসের পরের দিন শনিবার নূর মোহাম্মদ এমপি পুলিশ বাহিনী নিয়ে অভিজ্ঞতা প্রসূত এক আবেগঘন স্ট্যাটাস দিলেন।

তার এ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‘নেতিবাচক একটা ছাপ বা দাগ নিয়েই পুলিশ বাহিনীর সদস্যরা চাকরিতে যোগদান করে থাকেন। এই যে দাগ বা ছাপ তা পুলিশ ঐতিহ্য..... যুগ যুগান্তর ধরেই তারা বহন করে চলেছে। এ দাগ মুছনের জন্য প্রাতিষ্ঠানিক কোনো সাহায্য-সহযোগিতা তারা পান না বললেই চলে। পুলিশের নিজস্ব কোনো স্বাধীনতা থাকতে নেই... আজ্ঞাবহ থাকবে এটাই প্রত্যাশিত। অতিমাত্রায় রাজনীতিকরণই এর জন্য দায়ী। এর সুযোগ নেন কিছু কর্মকর্তা।

ব্যক্তিগত শিক্ষা, কর্তব্যবোধ, পেশাদারিত্ব ও মানবিক আচার-আচরণের মাধ্যমে কিছু ভালো কর্মকর্তা বসার চেয়ার থেকে বড় হয়ে উঠার চেষ্টা করেন। আর তেমনই একজন বনজ কুমার মজুমদার জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে, আজ বা কাল... অনেক সময় কয়েকগুণ বড় করে!

সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত এবং বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগের এমপি নূর মোহাম্মদের আবেগঘন এ স্ট্যাটাস সব মহলে চোখ কাড়ে। সৃষ্টি হয় পুলিশ বাহিনী নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহলের বুদ্বুদ।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন নূর মোহাম্মদ। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ চাকরি শেষে তিনি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং মরক্কোর রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালনের রেকর্ড গড়েন। ক্লিন ইমেজের জন্য প্রশংসিত পুলিশের সাবেক এই আইজিপি বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়