শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করে চলছে তরুণ প্রজন্ম, বললেন অর্থমন্ত্রী

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করে চলছে তরুণ প্রজন্ম। খেলাধুলা তথ্যপ্রযুক্তির ব্যবহারে আমাদের তরুণরা অনেক দূর এগিয়েছে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে অনুসরণীয় - অনুকরনীয় করে যেতে হবে। তাহলে স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করা সময়ের ব্যাপার হবে মাত্র ।

[৩] শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

[৪] মন্ত্রী আরও বলেন, যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তাদের কাছে এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু যারা বঙ্গবন্ধুকে দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্যই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। যাতে করে অন্যরাও এগিয়ে আসেন। সেটাও শুরু হয়েছে।

[৫] এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের এমপি নসিমুল আলম চৌধুরী নজরুল, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.জাকির হোসেন প্রমুখ।

[৬] উল্লেখ্য, মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করে বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলা দল। এতে মনোহরগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়