রাশিদ রিয়াজ : গত বছর রাশিয়ার স্বর্ণ রফতানি বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় ৮ গুণ বেশি। অর্থের পরিমানে তা ৫.৭ বিলিয়ন ডলার এবং এর সিংহভাগ বা ৯৩ শতাংশ কিনেছে ব্রিটেন। আরটি/আরবিসি
[২] তাজাকিস্তান, সুইজারল্যান্ড সহ আরো ১২টি দেশ রাশিয়ার কাছ থেকে স্বর্ণ কিনেছে ৪০৯ মিলিয়ন ডলারের।
[৩] গত বছর ব্রিটেনে রাশিয়ার স্বর্ণ রফতানি বৃদ্ধি পেয়েছে ১১ গুণ এবং পরিমানে তা ১০.৪ থেকে ১১৩.৫ টনে পৌঁছেছে।
[৪] অর্থাৎ রাশিয়ার কাছ থেকে ব্রিটেন অন্তত ৯ হাজার স্বর্ণ বাট কিনেছে।
[৫] স্বর্ণের পাশাপাশি রাশিয়া প্লাটিনিয়াম রফতানি বৃদ্ধি করে আয় করেছে ৯৩৬ মিলিয়ন ডলার। আড়াই গুণ রৌপ্য রফতানি বৃদ্ধিতে রাশিয়ার আয় হয়েছে ১শ মিলিয়ন ডলার। এবং এসব ধাতু যথারীতি ব্রিটেনেই রফতানি করা হয়েছে।
[৬] বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক চাহিদা ও সঞ্চয়ের জন্যেই ব্রিটেন এত বেশি র্স্বণ কিনছে।
[৭] মার্কিন-চীন বাণিজ্যিক দরকষাকষির কারণেও ব্রিটেন এত বেশি র্স্বণ কিনছে বলে মনে করেন রুশ অধ্যাপক ওলেগ শিবানোভ।
[৮] রাশিয়ার কাছে স্বর্ণ মজুদ আছে ২ হাজার ২৭৬.৮ টন। যার মূল্য ১১৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।