শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ুদূষণ শহরের তালিকায় বরাবরই ঢাকা শীর্ষে থাকার মূল ৪ কারণ জানালেন বিশেষজ্ঞরা

শরীফ শাওন : [২] বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মূল চার কারণের মধ্যে রয়েছে, পুরাতন যানবাহন বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, কলকারখানার আধিক্য ও ইটভাটার দূষণ এবং শহরের আবর্জনা পোড়ানোর ধোঁয়া। পরিবেশবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নয়ন কাজের দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ দুই সিটি করপোরেশন। বায়ুদূষণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আব্দুস সালাম এর মতে আমাদের দেশে কন্সট্রাকশনে নেই নিয়ন্ত্রণ ব্যবস্থা।

[৩] বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, অন্যান্য দেশে ইটভাটা ও পুরনো যানবাহন বা ধূলিঝড়ের একটি বা দুটি কারনে বায়ুদূষণ হলেও আমাদের দেশে চার কারণে দূষণ হয়ে থাকে। তাই এককভাবে কোন একটি নিয়ে কাজ করলে দূষণরোধ সম্ভব নয়। এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করার পরিকল্পনা প্রয়োজন। একমত প্রকাশ করেন ড. সালাম।

[৪] পরিবেশ অধিদফতর বলছে, ইতোমধ্যেই বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মাঝে রয়েছে বায়ুদূষণ বিরোধী অভিযান, ইটভাটা ও অনেক শিল্প-কারখানা বন্ধ, রাস্তায় পানি ছিটানো, পুরাতন গাড়ির চলাচল বন্ধ, জনসচেতনতায় লিফলেট, পোষ্টার ও বিলবোর্ড স্থাপন। অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহামেদ বলেন, আমরা প্রতিনিয়তই দুষণরোধে অভিযান পরিচালনা করছি।

[৫] তবে বিশেষজ্ঞরা বলছেন দূষণরোধের সকল বিষয়ে সরকার কঠোর না হওয়া পর্যন্ত পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটবে না। চলতি মাসের ১৮ তারিখ সকাল ১০টায় বায়ুমান সূচক ৩৩২ নিয়ে দূষণতালিকার শীর্ষে ও ২৭ তারিখ সূচক ১৫১ নিয়ে অষ্টম অবস্থানে ছিল ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়