শিরোনাম
◈ আন্তর্জতিক প্রী‌তি ম‌্যা‌চে বাংলাদেশকে ৩-০ গোলে হারলো থাইল্যান্ড ◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ুদূষণ শহরের তালিকায় বরাবরই ঢাকা শীর্ষে থাকার মূল ৪ কারণ জানালেন বিশেষজ্ঞরা

শরীফ শাওন : [২] বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মূল চার কারণের মধ্যে রয়েছে, পুরাতন যানবাহন বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, কলকারখানার আধিক্য ও ইটভাটার দূষণ এবং শহরের আবর্জনা পোড়ানোর ধোঁয়া। পরিবেশবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নয়ন কাজের দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ দুই সিটি করপোরেশন। বায়ুদূষণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আব্দুস সালাম এর মতে আমাদের দেশে কন্সট্রাকশনে নেই নিয়ন্ত্রণ ব্যবস্থা।

[৩] বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, অন্যান্য দেশে ইটভাটা ও পুরনো যানবাহন বা ধূলিঝড়ের একটি বা দুটি কারনে বায়ুদূষণ হলেও আমাদের দেশে চার কারণে দূষণ হয়ে থাকে। তাই এককভাবে কোন একটি নিয়ে কাজ করলে দূষণরোধ সম্ভব নয়। এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করার পরিকল্পনা প্রয়োজন। একমত প্রকাশ করেন ড. সালাম।

[৪] পরিবেশ অধিদফতর বলছে, ইতোমধ্যেই বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মাঝে রয়েছে বায়ুদূষণ বিরোধী অভিযান, ইটভাটা ও অনেক শিল্প-কারখানা বন্ধ, রাস্তায় পানি ছিটানো, পুরাতন গাড়ির চলাচল বন্ধ, জনসচেতনতায় লিফলেট, পোষ্টার ও বিলবোর্ড স্থাপন। অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহামেদ বলেন, আমরা প্রতিনিয়তই দুষণরোধে অভিযান পরিচালনা করছি।

[৫] তবে বিশেষজ্ঞরা বলছেন দূষণরোধের সকল বিষয়ে সরকার কঠোর না হওয়া পর্যন্ত পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটবে না। চলতি মাসের ১৮ তারিখ সকাল ১০টায় বায়ুমান সূচক ৩৩২ নিয়ে দূষণতালিকার শীর্ষে ও ২৭ তারিখ সূচক ১৫১ নিয়ে অষ্টম অবস্থানে ছিল ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়