মাজহারুল ইসলাম : [২] জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিবিড়ভাবে দিল্লি পরিস্থিতি নজরে রেখেছেন। ৩] মহাসচিব মনে করেন বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে দেয়া এবং নিরাপত্তাবাহিনীর সংযত থাকা উচিত। ৪] একই সঙ্গে যতো দ্রæত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি বলে মত দিয়েছেন তিনি। সূত্র : পার্সটুডে
৫] এদিকে, দিল্লি সফরের সময় সহিংসতা নিয়ে কোনও মন্তব্য না করায় ট্রাম্পকে আক্রমণ করেছেন ডেমোক্রেটিক প্রার্থী বার্নি স্যান্ডার্স। এক টুইটার বার্তায় তিনি বলেন, ২০ কোটির বেশি মুসলমান ভারতকে নিজেদের বাড়ি বলে জানে। সেখানে মুসলমানবিরোধী সহিংসতা এরইমধ্যে বহু লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছে অনেকে। ৬] অথচ ট্রাম্প প্রতিক্রিয়া দেখিয়েছেন এটি ভারতের বিষয় বলে, যা মানবাধিকার বিষয়ে তার নেতৃত্বের ব্যর্থতা।
৭] জানা যায়, দিল্লিতে মুসলমানদের ওপর চালানো সহিংসতায় বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অনেকের অবস্থাও আশঙ্কাজনক। ৮] রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তরপূর্ব দিল্লির ভজনপুরা, মৌজপুর, কারাওয়ালনগর, মুস্তাফাবাদসহ কয়েকটি এলাকা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। ৯] মুস্তাফাবাদে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধীদের ওপর এসিড হামলায় দৃষ্টিশক্তি হারিয়েছেন ৪জন।