শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে সহিংসতা বন্ধের আহ্বান বলিউডের, নিন্দায় সরব বাংলার চলচ্চিত্র মহল

মুসফিরাহ হাবীব : [২] ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানিয়েছেন বলিউড তারকারা। তারা বলছেন, অবিলম্বে জ্বালাও-পোড়াও বন্ধ হোক। শান্ত হোক দেশ। ওদিকে, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলও একই বার্তা দেওয়ার পাশাপাশি দিল্লিতে সহিংসতার নিন্দা করেছে।

[৩] হিন্দুস্তান টাইমস জানায়, বিশিষ্ট বলিউড সংগীতশিল্পী সোনা মহাপাত্র ও রেখা ভরদ্বাজ দিল্লির সহিংসতাকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন। অভিনেত্রী শ্রুতি শেঠ টুইটারে লিখেছেন, ‘আমার দেশ জ্বালানো থামাও।’

[৪] চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই দিল্লিতে চরম বিক্ষোভ শুরু হয়। গত এক দশকের মধ্যে চলমান ঘটনাবলী ভারতে সবচেয়ে ভয়াবহ সহিংসতা। মঙ্গলবার থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত নিহত হয়েছে ২৭ জন।

[৫] এ পরিস্থিতে মৌনতা ভেঙেছেন পশ্চিবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পী মহলও। একের পর এক টুইটে সহিংসতা বন্ধ করার বার্তার পাশাপাশি, ঘটনার তীব্র নিন্দা করেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, মিমি চক্রবর্তীরা। বুধবার তাদের টুইটার হ্যান্ডেলে সরব হন অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো বাংলার প্রথম সারির মুখেরা।

[৬] টুইট বার্তায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ‘জন গণ মন’- এর একটি স্তবক উদ্ধৃত করে মানুষকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, বসিরহাটের সাংসদ নুসরত জাহান বলেছেন, “দুঃখিত, হৃদয়বিদারক, শোকস্তব্ধ…আমার দেশ জ্বলছে। সবার আগে মনে রাখতে হবে আমরা মানুষ। দয়া করে ভুল খবর, বিভ্রান্তি ও হিংসা ছড়াবেন না।”

[৭] যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী লেখেন, “ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই …কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান আর নই, মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন… সেটা আর যাই হোক মানুষ আর নই …”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়