রাশিদ রিয়াজ : [২] করোনাভাইরাসের আতঙ্কে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
{৩] বিবৃতিতে বলা হয় পর্যটক, ওমরা পালনকারী, সৌদি নাগরিকদের সর্বাধিক সুরক্ষা দিতেই এ অস্থায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। মসজিদে নব্বী, কাবা শরীফ সহ মক্কা ও মদিনায় প্রতিদিন বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ওমর পালন ছাড়াও ভ্রমণে যান। অর্থনৈতিকভাবে স্বচ্ছল হলে জীবনে একবার হজ পালন ও যে কোনো সময় ওমরা পালনে যান মুসলিমরা। একই সঙ্গে যে সব দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সেসব দেশের নাগরিকদের বৈধ ভিসা থাকলেও তাদের রিয়াদে প্রবেশ আপাতত স্থগিত করা হয়েছে।
[৪] গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু। চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।