শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট ◈ কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে, প্রশ্ন ওবায়দুল কাদেরের (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সভ্য মানুষরা যেমন চরমতর সভ্য চিন্তা করেন, ঠিক তেমনি ভারতেরই অসভ্যরা চরম অসভ্য

দীপু তৌহিদুল : নিউজে পড়লাম ভারতের রাজধানী দিল্লিতে প্যান্ট খুলে সাংবাদিকের ধর্ম যাচাই করা হয়েছে। নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। খবর সংগ্রহ করতে গিয়ে ভুক্তভোগী হয়েছেন মূলত দেশটির গণমাধ্যমগুলোর সাংবাদিকরা। সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের মারধর করা হয়েছে, মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিক মুসলমান কিনা তা নিশ্চিত করতে প্যান্ট খুলে যাচাই করার মতো যৌক্তিক ঘটনা ঘটেছে। এটাও তো খুব সত্যি প্যান্ট খুলে যাচাই-বাছাই না করলে কে আসল কে নকল হিন্দু সেটা টের পাওয়া বা বোঝা কঠিন। আপনি সাংবাদিক হিসেবে সাম্প্রদায়িক ইস্যু কাভার করতে গিয়েছেন তাও ভারতের মতো কোনো দেশে। সেখানে এটাই কিন্তু ঘটার কথা। এখানে অবাক বা হতভম্ব হওয়ার মতো কোনো কিছু নেই।

মাথায় রাখতে হবে ভারতের সভ্য মানুষরা যেমন চরমতর সভ্য চিন্তা করেন, ঠিক তেমনি ভারতেরই অসভ্যরা চরম অসভ্য, পারলে নিজ দেশের মানুষদের রান্না করে খেয়ে ফেলতে সক্ষম। মুশকিল বা প্যাঁচ যাই-ই বলেন এটা আসলে ক্রিয়েট হয়েছে ভারতের সভ্য মানুষদের জন্যই, তারা অসভ্য চিন্তার বিরুদ্ধে নিজেদের নিয়োগ করায় সাংবাদিকের প্যান্ট খুলে গেছে, সামনে ভারতের অনেক কিছুই হয়তো খুলে যাবে। ভারতের সভ্য জানদার প্রতিবাদকারীদের স্যালুট জানাই, কারণ তারা কেউ মুখ বুজে বসে নেই, তারা সবাই মিলে সব কিছুর ফলাফল বুঝেই অখ- ভারতের জন্যই লড়াই করছেন। এটাই ভারতের আসল রূপ, ভারতের সভ্য মানুষদের যুদ্ধে শুভ কামনা অনুক্ষণ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়