সাইদুর রহমান : একটা অসুস্থ পৃথিবী, অসুস্থ সময়, অসুস্থ মস্তিষ্ক, অসুস্থ মানুষ। ২০০২ সালের ঠিক উল্টো পরিস্থিতি ২০২০ সালে এসে। ২০০২ সালে ছিলো গুজরাট আর ২০২০ সালে দিল্লি। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। আর ২০২০ সালে ভারতের প্রধানমন্ত্রী সেই মোদী। ২০০২ সালে অমিত শাহ ছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী, আঠারো বছর পর ২০২০ সালে পুরো ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। গুজরাটে মোদি-অমিত জুটি যা করে এসেছেন দিল্লিতেও তাই ঘটছে। ২০০২ সালের দাঙ্গায় গুজরাটে দুহাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছিলেন বলে ধারণা করা হয়, যাদের বেশির ভাগই ছিলেন মুসলিম। ২০২০ সালে দিল্লিতে চলছে ধর্মের নামে উন্মাদনা যাতে প্রাণ হারিয়েছে ২০ জন এবং ধর্মীয় উপাসনালয়েও চলছে হামলা।
ধর্ম আসলে মানুষকে কোথায় নিয়ে যায়? ধর্ম নাকি শান্তির শিক্ষা দেয়? মোদি-অমিত দাদারা শান্তির পরিবর্তে কেন ধর্মের নামে অশান্তি ছড়াচ্ছেন। পৃথিবীতে এখন পর্যন্ত ধর্মের জন্য মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছে। যে ধর্ম প্রাণ নেয় সে ধর্ম আমার না। যে ধর্ম প্রাণ দেয় আমি সেই ধর্মের। চলুন সবাই মানবতার কথা বলি। শান্তির পক্ষে কথা বলি। ধর্মের নামে অশান্তির বিরুদ্ধে কথা বলি, প্রতিবাদ করি। ফেসবুক থেকে