আমান উদ দৌলা : পাপিয়ার উত্থান-পতনের কেচ্ছা-কাহিনি পত্রিকায় এখন ঢেলে দিচ্ছে সবাই। (আগে জানলেও উচ্চবাচ্য করেনি কেউ)। যেহেতু সরকারের উচ্চ পর্যায়ের কড়া বার্তা পৌঁছেছে এখন। পাপিয়ার কাহিনি মূলত আমাদের দেশের উচ্চ-মধ্যবিত্ত পুরুষতন্ত্রের ভোগবাদী কাহিনি। পাপিয়া কানেকশন মিডলম্যানের মতোই।
একেকটা নিম্ন-মধ্যবিত্ত ‘মেয়ে মানুষ’ ধরে থাকে সারারাত। (মেয়েরা মূলত টাকার বিনিময়ে সারারাত গতর খেটে আসছে)। ক্ষমতাবিন্দুর শিখরে যে পুরুষেরা। তারাই পাপিয়ার পাঁচ স্টারে এসে বুঝে নিতো রাতের খাওয়ার। সেই পুরুষতন্ত্রই ধরা পড়েছে। পাপিয়া তো সামান্য মিডলম্যান। ফেসবুক থেকে