শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিয়ারার ফটোশ্যুটের কনসেপ্ট চুরির অভিযোগ, ডাব্বু রাত্নানির বিরুদ্ধে!

মুসবা তিন্নি : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার মেরি বার্স-এর ফটোশ্যুটের ভাবনা চুরি করে কিয়ারার ফটোশ্যুট করেছেন ডাব্বু। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে বলিউডের খ্যতনামা ফটোগ্রাফার ডাব্বু রত্নানির বিরুদ্ধে।

সূত্র : জি নিউজ বাংলা

ভাবনা চুরি করার অভিযোগে বিরক্ত ডাব্বু জানান, ২০০১ সালে তিনি বলি অভিনেত্রী তাব্বুর একটি ফটোশ্যুট করেছিলেন। যেটি ২০০২ সালে তার ক্যালেন্ডারে প্রকাশিত হয়। আর তিনি তার করা সেই ফটোশ্যুটেরই নতুন রূপ দিয়েছেন। তবে এটা যে তার নিজের করা ফটোশ্যুটের কনসেপ্ট এরই যে পুনরাবৃত্তি সেকথা বারবার উল্লেখ করেছেন ডাব্বু রত্নানি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই বিষয়টি জানিয়েছেন ডাব্বু রত্নানি।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ফটোশ্যুটের জন্য ভাবনা চুরির অভিযোগ তোলেন ফটোগ্রাফার ডাব্বু রত্নানির বিরুদ্ধে। নেটিজেনদের দাবি ছিল, ডাব্বুর এই ফটোশ্যুটের ভাবনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার মেরি বার্স-এর একটি ফটোশ্যুট। যে ফটোশ্যুটের মডেল ছিলেন স্টেপ টেইলর। আর মেরি বার্স এই ফটোশ্যুট ডাব্বু রত্নানির বহু আগেই করেছিলেন।

এক নেটিজেনের অভিযোগ, ''ভাবনা চুরি, এর পর ডাব্বু রত্নানির থেকে আর কী আশা করা যায়? আমি বুঝি না, তারকারা এত কেন ডাব্বু রত্নানির ফটোশ্যুট করার জন্য পাগল হয়ে যান! ''

প্রসঙ্গত, ইতিমধ্যেই ডাব্বু রত্নানির এই ফটোশ্যুটের জন্য সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন কিয়ারা আডবাণী। 'কবীর সিং' ছবিতে যারা কিয়ারার শান্ত, সরল প্রীতি চরিত্রটি পছন্দ করেছেন, তারা এতটা খোলামেলা ফটোশ্যুটে কিয়ারাকে দেখে হয়তবা একটু চমকেই গিয়েছেন। তবে শুধু কিয়ারাই নন, ২০২০ ক্যালেন্ডারে ডাব্বুর ফটোশ্যুটে ভিকি কৌশল, ভূমি পেডনেকর, আলিয়া ভাট থেকে বহু খ্যাতনামা বলি তারকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়