শিরোনাম
◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে  পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজিত থাকা দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসের একটিতেও দুইশো রানের গণ্ডি স্পর্শ করতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে খেই হারালো দলটির তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ। অল্পের জন্য ইনিংস হার এড়িয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

[৩] রোববার টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছে বিরাট কোহলির দল। অন্যদিকে নিজেদের শততম জয়ের দেখা পেলো কিউইরা।

[৪] টেস্টে ভারতে সবশেষ হারটি ছিলো ২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে, ১৪৬ রানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এটা ভারতের প্রথম ১০ উইকেটের হার।

[৫] তৃতীয় দিন শেষেই ওয়েলিংটন টেস্টের গতিপ্রকৃতি যে দিকে মোড় নিয়েছিলো, তাতে ভারতের হার অনেকটা অনুমিতই ছিলো। তবে এভাবে আত্মসমর্পণ করে মাঠ ছাড়বে কোহলির দল তা অনেকেরই ধারণার বাইরে ছিলো।

[৬] প্রথম ইনিংসের নিরিখে ১৮৩ রানে পিছিয়ে পড়া ভারত তৃতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিলো। তখনো ইনিংস হার এড়াতে ভারতের দরকার ছিলো ৩৯ রান। হাতে ছয় উইকেট নিয়ে চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে মাত্র ৪৭ রান যোগ করে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে মাত্র ৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। শেষ ইনিংসে ১০ বল ক্রিজে কাটিয়েই কিউইরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

[৭] প্রথম ইনিংসে ভারতের ১৬৫ রানের জবাবে ৩৪৮ রান করেছিলো নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া টিম সাউধি দ্বিতীয় ইনিংসে নিয়েছে পাঁচ উইকেট। চার উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়