সুজন কৈরী : আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান সুজয় সরকার।