শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বীকৃতি মেলেনি মৃত্যু শয্যায় থাকা ভাষা সৈনিক লায়লীর

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়াই মৃত্যু শয্যায় ঝালকাঠি জেলার ভাষা সৈনিক মোসাম্মৎ লায়লী বেগম। বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিকস জনিত সমস্যা থেকে পায়ে ইনফেকশন দেখা দেয় তার। এ অবস্থায় অসুস্থ ভাষা সৈনিক তার চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর দুয়ারে ঘুরে বেড়িয়ে সর্বশেষ বারডেম হাসপাতালে ভর্তি হন।দ্যা ডেইলি ক্যাম্পাস

ভাষা সৈনিক লায়লী বেগম সম্প্রতি তার স্বামীকে হারিয়েছেন। তার ছোট ছেলে মো. উজ্জ্বল মিয়া ও তার তিন মেয়ে সবাই তার চিকিৎসার জন্য তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়ে ঘুরছেন। তারা জানান, আমার আম্মা একজন ভাষা সৈনিক হলেও তার আজ পাশে কেউ নেই। যে কয়টি হাসপাতালে গিয়েছি কোন হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে ন্যূনতম সহমর্মিতা মেলেনি।

চিকিৎসা সঙ্কটে অবশেষে তার পায়ের দুটি আঙুল কেটে ফেলা হয়েছে। তিনি বর্তমানে বারডেম হাসপাতালের (১) লিফট ৮, কেবিন নং ৩৫ এ চিকিৎসাধীন রয়েছেন।

লাইলী বেগমের পরিবার জানিয়েছে, মায়ের শেষ ইচ্ছা মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় মৃত্যুর আগ মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করার প্রবল আর্তনাদ তাদের। তাই মায়ের শেষ ইচ্ছা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তার সন্তানেরা। সেই সাথে তারা দেশবাসী কাছে দোয়া চেয়েছেন।

লাইলীর নাতনী সাব্বির রিয়ান জানান, আমার অসুস্থ ভাষা সৈনিক নানীকে মৃত্যুর আগেও রাষ্ট্র তার কর্মের স্বীকৃতি দেয়নি। তবে জেলা প্রশাসক বছরের কোন একটা সময় মাঝে মাঝে খোঁজখবর নেন। অসুস্থ নানীর খোঁজখবর নেওয়া ছাড়া তার কর্মের জন্য কোন কিছুই করতে পারেনি তারা। আমরা পরিবারের সদস্যরা তার উপযুক্ত মর্যাদা দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়