আসিফুজ্জামান পৃথিল : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীদের ৯ম বিতর্কে নেভাডার লাস ভেগাসে মুখোমুখি হয়েছিলেন ৬ জন। এই বিতর্কে শুরু থেকেই বাকি ৫ জনের তোপের মুখে পডেন ডেমোক্রেট প্রার্থী মাইকেল ব্লুমবার্গ। নিউজউইক
বিশ্লেষকদের মতে এই বিতর্কে সবচেয়ে উজ্জল ছিলেন এলিজাবেথ ওয়ারেন। তার বক্তব্যই ছিলো সবচেয়ে প্রভাব বিস্তারি।
অবশ্য ব্লুমবার্গ একা নন, কোণঠাঁসা হয়েছেন আরেক মনোনয়নপ্রত্যাশী অ্যামি ক্লবুচারও। তাকেও এই বিতর্কের পরাজিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিজের বিতর্কে এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘আমরা একজন বিলিওনিয়ারের বিরুদ্ধে লড়ছি, যিনি একাধিকবার নারীদের মোটা বোর্ড এবং ঘোড়ামুখো সমকামী বলে সম্বোধান করেছেন।’ অবশ্য শুধু ব্লুমবার্গকে আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি ওয়ারেন। তিনি তার রাজনৈতিক দর্শনও তুলে ধরেন। তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধনীদের কর বাড়াবেন। সংখ্যালঘুদের মালিকানায় থাকা ব্যবসায় বাড়াবেন সরকারি বিনিয়োগ। তিনি জানান, ক্ষমতায় এলে অবশ্যই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবে তার সরকার।
নিজের বক্তব্যে অবশ্য ব্যক্তিগত আক্রমণের ধারে কাছেও যাননি বার্নি স্যান্ডার্স। তিনি আবারও বচলেছেন, ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে লাল পতাকাতলে নিয়ে আসা হবে। যুক্তরাষ্ট্র হবে শ্রমিকশ্রেণির দেশ।