শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করায় ১০০ টাকা পুরস্কার পেলেন জয়

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের অনূর্ধ্ব ১৯ এর সেমিফাইনালে প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় দেশ হিসেবে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। সেই জয় বিকেএসপির ছাত্র। এই বিকেএসপির প্রধান প্রশিক্ষক মন্টু দত্ত। তার যেকোনো ছাত্র সেঞ্চুরি করলে কিংবা ৫ বা তার বেশি উইকেট নিলেই তাকে উপহার হিসাবে ১০০ টাকা করে দেন। সর্বশেষ এই পুরষ্কার পেলেন জয়।

বিশ্বকাপের ট্রফি জিতে দেশে ফেরা জয়সহ মোট ৬ জন বিকেএসপিতে যান বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে। সেখানেই শ্রদ্ধেও শিক্ষকের কাছ থেকে এই বিশেষ পুরষ্কার পান জয়। এই নিয়ে ৯ম বারের মতো এই পুরষ্কার আদায় করে নিলেন তুরণ এই ক্রিকেটার।

ছাত্রদের এমন পুরষ্কার দিয়ে খুশি হওয়া মন্টু দত্ত বলেন, ‘খুব ভালো লাগছে। আমি চাই ও সব সময় আমার কাছ থেকে ১০০ টাকা নিক। একবার ৯৯ রানে আউট হওয়ায় এই পুরষ্কার মিস করেছে। যুব ওয়ানডেতে এই পর্যন্ত সে ছয়বার নিয়েছে। সবমিলিয়ে নিয়েছে ৯ বার।’

যিনি পুরষ্কার পেলেন সেই মাহমুদুল হাসান জয় যারপরনাই খুশি। বলে রাখলেন সামনেও এমন পুরষ্কার নিতে চান, ‘খুব ভালো লাগছে। আমি সব সময়ই স্যারের কাছ থেকে ১০০ টাকা নেয়ার চেষ্টা করি। সামনে আরো নেবো ইনশা আল্লাহ।’

২০০০ সাল থেকেই এমনটি করে আসছেন তিনি। অনেকে টাকার অঙ্ক বাড়িয়ে দিতে বলে অবশ্য। তবে মাসে এই বাবদ ১৫০০-১৮০০ টাকা খরচ করা মন্টু দত্ত দেন ১০০ টাকা করেই। সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাসরা এই পুরষ্কার পেয়েছেন শিক্ষক মন্টু দত্তের কাছ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়