শিরোনাম
◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে  পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করায় ১০০ টাকা পুরস্কার পেলেন জয়

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের অনূর্ধ্ব ১৯ এর সেমিফাইনালে প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় দেশ হিসেবে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। সেই জয় বিকেএসপির ছাত্র। এই বিকেএসপির প্রধান প্রশিক্ষক মন্টু দত্ত। তার যেকোনো ছাত্র সেঞ্চুরি করলে কিংবা ৫ বা তার বেশি উইকেট নিলেই তাকে উপহার হিসাবে ১০০ টাকা করে দেন। সর্বশেষ এই পুরষ্কার পেলেন জয়।

বিশ্বকাপের ট্রফি জিতে দেশে ফেরা জয়সহ মোট ৬ জন বিকেএসপিতে যান বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে। সেখানেই শ্রদ্ধেও শিক্ষকের কাছ থেকে এই বিশেষ পুরষ্কার পান জয়। এই নিয়ে ৯ম বারের মতো এই পুরষ্কার আদায় করে নিলেন তুরণ এই ক্রিকেটার।

ছাত্রদের এমন পুরষ্কার দিয়ে খুশি হওয়া মন্টু দত্ত বলেন, ‘খুব ভালো লাগছে। আমি চাই ও সব সময় আমার কাছ থেকে ১০০ টাকা নিক। একবার ৯৯ রানে আউট হওয়ায় এই পুরষ্কার মিস করেছে। যুব ওয়ানডেতে এই পর্যন্ত সে ছয়বার নিয়েছে। সবমিলিয়ে নিয়েছে ৯ বার।’

যিনি পুরষ্কার পেলেন সেই মাহমুদুল হাসান জয় যারপরনাই খুশি। বলে রাখলেন সামনেও এমন পুরষ্কার নিতে চান, ‘খুব ভালো লাগছে। আমি সব সময়ই স্যারের কাছ থেকে ১০০ টাকা নেয়ার চেষ্টা করি। সামনে আরো নেবো ইনশা আল্লাহ।’

২০০০ সাল থেকেই এমনটি করে আসছেন তিনি। অনেকে টাকার অঙ্ক বাড়িয়ে দিতে বলে অবশ্য। তবে মাসে এই বাবদ ১৫০০-১৮০০ টাকা খরচ করা মন্টু দত্ত দেন ১০০ টাকা করেই। সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাসরা এই পুরষ্কার পেয়েছেন শিক্ষক মন্টু দত্তের কাছ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়