শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ২৪০ বোতল ফেনসিডিলসহ তিন যুবক গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ২৪০ বোল ভারতীয় ফেনসিডিলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহিত একটি মোটরসাইকেল জব্দ করে। গত সোমবার রাত সাড়ে ৭ টায় বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাহাজানপুর উপজেলার চুপিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি আহম্মেদ (২১), একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে নাইম (১৯) ও তজমাল হোসেনের ছেলে আল আমিন (১৯)। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, ওই তিন মাদক ব্যবসায়ী যুবক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নম্বর বিহীন এ্যাপাসি মোটরসাইকেল যোগে স্কুল ব্যাগ ভর্তি করে ফেনসিডিল বহন করে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছেন। এমন গোপন তথ্যে রাত সাড়ে ৭টায় রাত্রি কালিন টহল পুলিশ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা নামকস্থানে তাদের মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে ওই ব্যাগের ভিতর রাখা ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তারা তিনজন দীর্ঘদিন যাবত মোটরসাইকেল যোগে কৌশলে ফেনসিডিল বহন করে বগুড়া নিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়