শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ২৪০ বোতল ফেনসিডিলসহ তিন যুবক গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ২৪০ বোল ভারতীয় ফেনসিডিলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহিত একটি মোটরসাইকেল জব্দ করে। গত সোমবার রাত সাড়ে ৭ টায় বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাহাজানপুর উপজেলার চুপিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি আহম্মেদ (২১), একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে নাইম (১৯) ও তজমাল হোসেনের ছেলে আল আমিন (১৯)। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, ওই তিন মাদক ব্যবসায়ী যুবক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নম্বর বিহীন এ্যাপাসি মোটরসাইকেল যোগে স্কুল ব্যাগ ভর্তি করে ফেনসিডিল বহন করে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছেন। এমন গোপন তথ্যে রাত সাড়ে ৭টায় রাত্রি কালিন টহল পুলিশ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা নামকস্থানে তাদের মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে ওই ব্যাগের ভিতর রাখা ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তারা তিনজন দীর্ঘদিন যাবত মোটরসাইকেল যোগে কৌশলে ফেনসিডিল বহন করে বগুড়া নিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়