শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২১ ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে না ঢাকা মহানর আ.লীগ ও দলটির সহযোগি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি

সমীরণ রায়: গত বছরের ৬, ৯, ১৬, ২৩ ও ২৯ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। এরই প্রেক্ষিতে চলতি মাসের ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সংগঠনের ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন দলটির হাইকমান্ড ও সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মহানগর উত্তর-দক্ষিণসহ সহযোগি সংগঠনেরর সভাপতি ও সাধারণ সম্পাদকদের ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়ার কথা জানিয়ে দেন। তবে এসব সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা জানিয়েছেন ২১ ফেব্রুয়ারির মধ্যে না পারলেও চলতি মাসেই পূর্ণাঙ্গ কমিটি দেয়া সম্ভব হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করছি। তবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আশা করি কমিটি দিতে পারবো। এবার পূর্ণাঙ্গ কমিটিতে সৎ, যোগ্য, শিক্ষিত, ত্যাগি ও চরিত্রবানদের রাখা হচ্ছে। কোনো হাইব্রিডদের কমিটিতে স্থান দেয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, পুরানো নতুনদের সমন্বয়ে যেহেতু পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। তাই একটু দেড়ি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিয়েই ২১ ফেব্রুয়ারির মধ্যে কমিটি না দিতে পারলেও এমাসেই সম্ভব হবে।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহু বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা কাজ করছি। কমিটি গঠনের জন্য যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে। আশা করি এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়