শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২১ ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে না ঢাকা মহানর আ.লীগ ও দলটির সহযোগি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি

সমীরণ রায়: গত বছরের ৬, ৯, ১৬, ২৩ ও ২৯ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। এরই প্রেক্ষিতে চলতি মাসের ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সংগঠনের ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন দলটির হাইকমান্ড ও সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মহানগর উত্তর-দক্ষিণসহ সহযোগি সংগঠনেরর সভাপতি ও সাধারণ সম্পাদকদের ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়ার কথা জানিয়ে দেন। তবে এসব সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা জানিয়েছেন ২১ ফেব্রুয়ারির মধ্যে না পারলেও চলতি মাসেই পূর্ণাঙ্গ কমিটি দেয়া সম্ভব হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করছি। তবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আশা করি কমিটি দিতে পারবো। এবার পূর্ণাঙ্গ কমিটিতে সৎ, যোগ্য, শিক্ষিত, ত্যাগি ও চরিত্রবানদের রাখা হচ্ছে। কোনো হাইব্রিডদের কমিটিতে স্থান দেয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, পুরানো নতুনদের সমন্বয়ে যেহেতু পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। তাই একটু দেড়ি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিয়েই ২১ ফেব্রুয়ারির মধ্যে কমিটি না দিতে পারলেও এমাসেই সম্ভব হবে।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহু বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা কাজ করছি। কমিটি গঠনের জন্য যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে। আশা করি এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়