শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্সর বোর্ড পুনর্গঠিত

ইমরুল শাহেদ : গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড পুনর্গঠন হয়েছে। এক বছর মেয়াদী পুনর্গঠিত এই বোর্ড থেকে বাদ পড়েছেন পরিচালক শাহ আলম কিরণ ও অভিনেতা ড্যানী সিডাক। তাদের পরিবর্তে নতুন দুই জনকে বোর্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও পরিচালক আবদুস সামাদ খোকন। অভিনেত্রী অরুণা বিশ্বাস সেন্সর বোর্ডে বহাল আছেন। পরিচালক শাহ আলম কিরণের কাছে জানতে চাওয়া হয়েছিল সেন্সর বোর্ডে এক বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে।

তিনি বলেছেন, এক বছরে তিনি যা দেখেছেন, সেটা হলো মূলধারার চলচ্চিত্র নির্মাণ হচ্ছে কমই। কিন্তু ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মিত হচ্ছে অনেক। নতুন নতুন ভাবনা নিয়ে নতুন নির্মাতারা আসছেন। চমৎকার সব বিষয়। নির্মাণশৈলীও মন্দ নয়। তবে তারা ছবিগুলো নির্মাণ করছেন নতুনদের নিয়ে, যাদের দর্শক পরিচিতি নেই। পরিচালক নতুন, ভাবনা নতুন, শিল্পীরাও নতুন, যা দর্শকের কাছে পৌঁছাতে পারছে না। নতুন পরিচালকরা যদি ছবিগুলো পরিচিত তারকাদের দিয়ে নির্মাণ করতেন তাহলে হয়তো কিছু দর্শক ছবিগুলো দেখত। তাতে চলচ্চিত্র শিল্পের কিছুটা হলেও উন্নতি হতো। প্রকৃতপক্ষে চলচ্চিত্রশিল্পের উজ্জীবনের ক্ষেত্রে এটাও একটা সমস্যা।

কেউ মূলধারার চলচ্চিত্র নির্মাণ করছেন না। এ ধারার ছবিতে বিনিয়োগকারীও অঙ্গুলীমেয়। কিন্তু ভিন্নধারার ছবিগুলোতে কারা লগ্নী করেন বা কেন করেন - এমন প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। এ বছরের শুরুতেই একটি ছবি মুক্তি পেয়েছে। জানা গেছে, সে ছবিটিতে কিছুটা দেরিতেই দেশে মুক্তি পেয়েছে। ভিন্নধারার এই ছবিটি আগে মুক্তি পেয়েছে বিদেশে। ছবি সংশ্লিষ্ট একজন অভিনেতা জানালেন, সে ছবিটি বিদেশ থেকে লগ্ন উঠিয়ে আরো পনের লাখ টাকা লাভ করেছে। যদি এটা হয়ে থাকে তাহলে ছবিটির সকলকেই সাধুবাদ জানাতে হয়। প্রসঙ্গত এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। ভিন্নধারার ছবিগুলোতে যেসব অভিনেতা বা অভিনেত্রী কাজ করেন তাদের বেশির ভাগই কোনো না কোনোভাবে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। সে বিবেচনায় তারা সংশ্লিষ্ট ছবিকে স্পন্সর যুগিয়ে দিতে পারলেও ছবিগুলো বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারছে না, বিশেষ করে দেশীয় দর্শকের কাছে। এই দোটানার মধ্য থেকেই পিছিয়ে পড়া মূলধারার চলচ্চিত্রশিল্পকে পুনর্গঠিত করে নিতে হবে সকলে বিশ্বাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়