সিরাজুল ইসলাম: বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী উত্তরপশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের তাসাওয়া ও দানকার গ্রামে শুক্রবার রাতে হানা দেয়। তারা নির্বিচারে গুলি চালায়; ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় তারা। রোববার এ তথ্য জানিয়েছে পুলিশ। সৌজি গেজেট
কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইয়াস বলেন, ২১ জন খুন হয়েছেন তাসাওয়া গ্রামে। বাকি ৯জন খুন হন দানকার গ্রামে। নিহতদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু। তারা দৌঁড়ে পালাতে পারেনি।
ইয়াস বলেন, হামলার পর সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা এক সন্দেভাজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় নেতা টুকুর মুয়াজু বলেন, হামলাকারীরা চলে যাওয়ার আগে ঘরবাড়ি, গবাদি পশু ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। তিনি এটাকে নজিরবিহীন হামলা বলে মনে করেন। নিহতদের দাফনে অংশ নেয়া এই নেতা বলেন, তিনি জীবনে এমন বিভীষিকাময় হামলা দেখেননি।
আরেকটি সূত্র জানায়, কাটসিনা ও পাশের রাজ্যগুলোর নিজস্ব অবস্থান থেকে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই এলাকায় নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী গড়ে তোলা হয়েছে। কিন্তু তারপরও দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়।
কাদুনা রাজ্যে মঙ্গলবার দুর্বৃত্তরা একই পরিবারের ১৬ সদস্যসহ ২১জনকে পুড়িয়ে হত্যা করে।