শিরোনাম
◈ অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো-বিসিবি ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল ◈ মার্কিন স্যাংশন-ভিসানীতি কেয়ার করি না: কাদের ◈ ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৪ ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদ কীভাবে ধর্মকে তার স্বার্থে ব্যবহার করেছেন এবং যে লিগেসি এখন মহাসমারোহে চালু রয়েছে

মঞ্জুরুল হক : পাকিস্তান নাম নেওয়ার সঙ্গে যে বিষয়গুলো ঠোঁটের আগায় চলে আসে একটা ধর্মান্ধ ব্যর্থ দেশ, রাতদিন খুন-খারাবি লেগে আছে, ব্লাসফেমি আইন বলবৎ, নারীকে ভোগের সামগ্রী মনে করা হয়, মসজিদে বোমা মেরে মানুষ হত্যা করে ইত্যাদি। এমনকি এ দেশের এক বিখ্যাত মনীষী বলেছিলেন, ‘পাকিস্তানকে আমি ঘৃণা করি, তারা যদি ফুল নিয়েও আসে’। কী রেসিস্ট বক্তব্য। আমাদের জানার জন্য বলে রাখি পাকিস্তানে সাপ্তাহিক ছুটি জুমাবারে নয়, রোববার। পাকিস্তানের সরকারি টিভিতে আজান প্রচার হয় না। পাকিস্তানের আদালত সে দেশের প্রধানমন্ত্রীকে ইম্পিচ করে। পাকিস্তানে সদ্য মুক্তি পাওয়া বলিউডের হিন্দি সিনেমা চলে। পাকিস্তানে অবস্থিত তীর্থস্থানে ভারতীয় হিন্দুরা যেতে পারে। পাকিস্তানের টিভিতে লাইভ হিন্দি গান প্রচার হয়।

পাকিস্তানের পত্রিকায় বাংলাদেশের মতো দৈনিক গড়ে ১০টা শিশু ধর্ষণের খবর নেই। অথচ ট্র্যাজেডি হচ্ছে মুক্তিযুদ্ধের পুরো নয় মাস পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা, বাঙালি মুক্তিকামী অফিসারদের বিচার করা হুসেইন মুহম্মদ এরশাদ এ দেশে ৯ বছর রাজত্ব করে। কয়েক বছর জেল খেটে আওয়ামী লীগের কাছে মুচলেকা দিয়ে আমৃত্যু রাজনৈতিক মাতব্বরি করে গেছেন। দেখে নেয়া যাক এরশাদ কীভাবে ধর্মকে তার স্বার্থে ব্যবহার করেছেন এবং যে লিগেসি এখন মহাসমারোহে চালু রয়েছে। ১. ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। ২. সরকারিভাবে মসজিদের বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য বিল মওকুফ করেন।

৩. শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণার কারণে মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন এরশাদ। ৪. এরশাদের নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে সর্বপ্রথম আজান সম্প্রচার চালু হয়েছিলো। সে ধারাবাহিকতায় এখনো নামাজের আগে দেশের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশনে আজান দেয়া হয়। ৫. ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি, সরকারি যাকাত বোর্ড ও যাকাত তহবিল গঠন, আলীয়া মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হয় তার হুকুমে। স্বৈরাচার, ‘চারিত্রিকভাবে স্খলিত’, দালাল, কতো কতো বিশেষণ তার। অথচ তার জারি করা কানুনগুলোতে কেউ হাত দিলো না। না বিএনপি, না লীগ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়