শিরোনাম
◈ ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ প্রস্তুতির শেষ পর্যায়ে, নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল ◈ বাংলাদেশবিরোধী বিক্ষোভে কলকাতায় ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন ◈ এবার ভিসা প্রক্রিয়া আরও সহজ করল চীন ◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন যেদিকে তাকাই সেদিকেই আওয়ামী লীগ,সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছে,বললেন শামীম ওসমান

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনুপস্থিত। অনেকেই রাজনীতি করেন চেহারা দেখাতে। তারা এটাকে পুঁজি করে চলেন। শামীম ওসমানের চেয়ে হাজার গুণে ভালো ছিলেন প্রয়াত শুক্কুর মাহমুদ। তিনি আজ আমাদের মাঝে নেই। শুক্কুর মাহমুদের মতো রাজনীতিবিদ পাওয়া যাবে না। জাগোনিউজ

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের কবিলের মোড় এলাকায় প্রয়াত শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, সমাজে ৯৮ ভাগ ভালো মানুষ। কিন্তু ২ ভাগ খারাপের কারণে অনেক ভালো মানুষ সামনে আসতে পারে না। সব শ্রেণির মধ্যে এটা বিদ্যমান। আমি মিথ্যা কথা বলি না। সত্য বলার চেষ্টা করি। সত্যের ওপর থাকতে চাই। অনেক ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মী আজ অবহেলিত। অনেকের বাড়িতে চুলাও ঠিকমতো জ্বলে না। কিন্তু এখন যেদিকে তাকাই সেদিকেই আওয়ামী লীগ। সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে অনেক রাজনীতিবিদ পকেটের টাকা খরচ করে না। অথচ এমপি সেলিম ওসমান নিজের পরিশ্রমের টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম সেলিম ভাইকে থামান। জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন এটাই সঠিক হচ্ছে। সেলিম ওসমান সঠিক পথেই আছে। সে নিজের টাকা যেভাবে খরচ করছে সেটাই তার আখিরাতে কাজে দেবে।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, সেক্রেটারি কাজিমউদ্দিন ও জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়