শিরোনাম
◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক : জাতিসংঘে রোহিঙ্গা সংকটের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে কেউ যাতে অপরাধের দায়মুক্তি না পায় তা নিশ্চিত করাসহ সহিংসতার দুষ্টু চক্র ভেঙ্গে দেয়া জরুরি।

শুক্রবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্ব-প্রণোদিত প্রত্যাবাসন এবং সামাজিক পূনর্মিলনের অন্যতম পূর্বশর্ত হলো ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা।

এ সময় তিনি সংঘাত থেকে বেরিয়ে আসা দেশগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচার ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের মানবাধিকার অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

নিরাপত্তা পরিষদের ‘নারী শান্তি ও নিরাপত্তা’ এবং ‘যুব শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডাগুলোর প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করে রাবাবা ফাতিমা বলেন, সশস্ত্র সংঘাতকালে শিশু ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এর দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের বহু-পাক্ষিক প্রচেষ্টায় বাংলাদেশ সমর্থনদানে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়