সালেহ্ বিপ্লব : চীন থেকে বিভিন্ন দেশে ভাইরাস ছড়াতে থাকায় বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের উহান থেকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়।
১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে দেশে ফেরে বাংলাদেশিদের প্রথম দলটি। ৮ জনের শরীরে জ্বর থাকায় তাদের ঢাকার দুটি হাসপাতালে রেখে বাকিদের আশকোনা হজক্যাম্পে পর্যবেক্ষণে পাঠানো হয়।
৩০১ জন এখন আশকোনা হজক্যাম্পে আছেন, বাকি ১১ জন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। কারও মধ্যেই করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক জানিয়েছেন, শনিবার (আজ) সব পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ছাড়পত্র দেয়া হবে ।করোনাভাইরাস নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রমাণ হওয়ার আগে এ ধরনের কথা ছড়ানো ঠিক নয়।