শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় সাংবাদিক জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’

সুজিৎ নন্দী : উপন্যাসের মূল রঘু এবং প্রজাপতি, পার্শ্বচরিত্রে থেকে জমিতে পুরো উপন্যাসটি জমিয়ে তুলেছেন প্রজাপতি’র প্রথমদিকে বন্ধু রিপন। ঘটনাচক্র সম্পর্কটাকে বন্ধুত্ব থেকে প্রণয়ে রূপ দিতে চায় সে। সে আবার রঘুর ঘনিষ্ঠ বন্ধু। প্রজাপতিকে নিয়ে দ্বন্ধে রঘু আর রিপনের বন্ধুত্বে একটা সময় ছেদ পড়ে। রঘুকে খুনের অভিযোগে জেলে যেতে হয়। কিন্তু খুনের রঘু খুন করলেন কাকে ? উপন্যাসের এক পর্যায়ে এসে রঘুর সঙ্গে প্রজাপতির সাক্ষাৎ, সেটা গল্পের অনেকটা দেরিতে এসে। যখনই ভার্চুয়াল জগতের মন দেওয়া নেওয়া বাস্তবতায় এলো সে রঘুকে নিজে হত্যা করার জন্য অনুরোধ করলো। মোড় নিলো আরেকটি ঘটনা আর এভাবেই চলতে থাকে। এটি একটি উপন্যাস। সাংবাদিক জামশেদ নাজিমের লেখা তৃতীয় উপন্যাস।

একুশের বইমেলায় যখন নতুন বইয়ের পাতার গন্ধ ভরে গেছে ঠিক তখনই আসে সাংবাদিক জামশেদ নাজিমের নতুন একটি উপন্যাস। নাম আবেগের জলডুবি। সাংবাদিকদের লেখা বইয়ের মধ্যে এই বইটি বিশেষ ভাবে বৈচিত্র এনেছে। সাংবাদিক ও ঔপন্যাসিক জামশেদ নাজিম বলেন, এটি একই সঙ্গে কলকাতা ও একুশের বইমেলায় এসেছে। কলকাতার বইমেলায় বেশ আলোচিত হয়েছে। একুশের বই মেলায় ব্যাপক সারা পাচ্ছি। তিনি বলেন, বইটি যখন লিখতে শুরু করি তখন ধরণটি এক রকম ছিলো। পরে সংযোজন-বিয়োজন করেছি। সাহিত্য-সংস্কৃতির প্রতি মানুষের অভুতপূর্ব চিন্তা রয়েছে। সব লেখকের নিজস্ব একটা নিজস্বতা, স্বাতন্ত্রতা রয়েছে। আর সেটা আমার মধ্যেও আছে বলে বিশ্বাস করি। এসব ভাবনা থেকেই মলাটে বন্দি করা।

‘আবেগের জলডুবি’ বইটি মূলত রোমান্টিক ধাঁচের উপন্যাস। এটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ প্রকাশনা প্রতিষ্ঠান। এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এটি লেখকের তৃতীয় উপন্যাস।

উপন্যাসটিতে লেখকের অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতায় পুরো ঘটনা প্রবাহ বইয়ের পাতায় তুলেছেন। পুরোটাজুড়ে বারবার তৈরি হয়েছে সাসপেন্স। যা পাঠককে বাধ্য করবে পড়তে। আগ্রহ তৈরি করবে।

ব্যক্তিগত জীবনে লেখক জামশেদ নাজিম দেশের একটি প্রাইভেট টিভি চ্যানেলে সাংবাদিক হিসেবে কর্মরত। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য পেয়েছেন সাগর-রুনি স্মৃতি পদক ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৪। পেশাগত সাফল্যের পাশাপাশি লেখক হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়