শিরোনাম
◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি : জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতদের মধ্যে কসিম উদ্দিন (৩৮) ভুতেরদিয়া গ্রামের আলী আহম্মেদ চৌকিদারের পুত্র, কালাম দালাল (৪০) ইসলামপুর গ্রামের শফি দালালের পুত্র ও মোস্তাফিজুর রহমান (৩৬) জাহাপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে র‌্যাব-৮ এর সদস্যরা বাবুগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আগরপুর কাঁচা বাজার “মুন লাইট টেইলার্স” দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উল্লেখিতদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ প্রায় অর্ধ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো: আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়