শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি : জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতদের মধ্যে কসিম উদ্দিন (৩৮) ভুতেরদিয়া গ্রামের আলী আহম্মেদ চৌকিদারের পুত্র, কালাম দালাল (৪০) ইসলামপুর গ্রামের শফি দালালের পুত্র ও মোস্তাফিজুর রহমান (৩৬) জাহাপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে র‌্যাব-৮ এর সদস্যরা বাবুগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আগরপুর কাঁচা বাজার “মুন লাইট টেইলার্স” দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উল্লেখিতদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ প্রায় অর্ধ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো: আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়