শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলবাজ ও দুর্নীতির সিন্ডিকেটরা হচ্ছে অর্থনীতির বিষফোঁড়া, বললেন ইনু

রংপুর প্রতিনিধি: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতিবাজ, দলবাজ এবং দুর্নীতির সিন্ডিকেটরা হচ্ছে অর্থনীতির বিষফোঁড়া। তারাই হল ফসল কাটা ইঁদূর। দুর্নীতির অবসান করতে হলে আসল বেগম-সাহেবদের ধরতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, সুশাসনই পারে দুর্নীতির অবসান করতে। দলবাজির অবসান করতে এবং দেশটাকে আরেক ধাপ ওপরে তুলতে। অসৎ অফিসার, রাজনীতিক, ব্যবসায়ী এই তিনের সিন্ডিকেট ত্রিমুখী অভিযান দিয়ে ধ্বংস করে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

রংপুর জেলা জাসদ সভাপতি সাখাওয়াত হোসেন রাঙ্গার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা ডাক্তার একরামুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মনা, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান, রংপুর জেলা সাধারণ সম্পাদক কুমারেশ রায়, মহানগর সভাপতি ফারুক আহমেদ।

এ সময় জাসদ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়