শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবস উপলক্ষে মেহজাবিনের ২৩টি নাটক

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসের ২৩টি নাটকে দেখা যাবে মেহজাবিনকে। এর মধ্যে ৩টি নাটক প্রকাশিত হয়েছে। বাকীগুলো আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে দেখা যাবে। যুগান্তর

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘প্রতিদিন’, ‘এ মন আমার’ ও ‘ঘরে ফেরা’ শিরোনামের ৩টি নাটক প্রকাশিত হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে মেহজাবিন। এর বাইরে ভালোবাসা দিবসের ২০ নাটক মুক্তির অপেক্ষায় আছে তার।

তারমধ্যে আফরান নিশোর বিপরীতে মেহজাবিনকে দেখা যাবে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘গজদন্তিণী’, সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘শিফ্ট ’ অরুঙ্গজেবের পরিচালনায় ‘সিগনেচার’, কাজল আরেফিন অমির পরিচালনায় ‘স্যার আই লাভ ইউ’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেমোরিস’, এল আর সোহেলের পরিচালনায় ‘দৃষ্টি’, মুহিদুল মহিমের পরিচালনায় ‘ফটো ফ্রেম’ ও ‘হৃদয় ভাঙা ঢেউ’ নামের নাটকগুলোতে।

এছাড়া জিয়াউল ফারুক অপূর্ব’র সঙ্গে জুটি বেঁধে মেহজাবিন হাজির হবেন সাগর জাহানের পরিচালনায় ‘ফিরে এসো রুবি’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘চারুর বিয়ে’, বি ইউ শুভর পরিচালনায় ‘ব্রেকআপ এজেন্সি’ ও ‘অবাক প্রেম’, সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘অপরূপা’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘রুদ্র আসবে বলে’, অনন্য ইমনের পরিচালনায় ‘স্যি লাভস মি’, মুহিদুল মহিমের পরিচালনায় ‘সুমি আর সাথে তুমি’ ও ‘ফ্যাশান’ নাটকে।

তৌসিফ মাহবুবের বিপরীতে ‘রেহনুমা’, ‘নেই তুমি’ ও ‘কেনো’ শিরোনামের ৩টি নাটকে দেখা যাবে মেহজাবিনকে। নাটক ৩টি পরিচালনা করেছেন ভিকি জাহেদ, মোহন আহমেদ ও মাহমুদুর রহমান হিমি।
মেহজাবিন বলেন, ‘বিশেষ দিবস মানে বাড়তি ব্যস্ততা। এবার দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতারা বৈচিত্রময় নাটক নির্মাণ করেছেন। বেশ কিছু চরিত্র পেয়েছি যেখানে কাজ করে আমি তৃপ্ত। আশা করি এসব নাটক দর্শকের মন ছুঁয়ে যাবে।’
তিনি আরো বলেন, ২৩ নাটকের তালিকার সঙ্গে যোগ হতে পারে আরও কিছু নাটক। এখনো শুটিং করছেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়