যশোর প্রতিনিধি: যশোরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক অয়োজিত ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্যনীয় বিষয় সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে জেলা সার্কিট হাউজে এ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য অবজারভারবের সম্পাদক ইকবাল সোবহান চৌধূরি, বিএফইউজের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও বিএফইউজের যুগ্মসম্পাদক আব্দুল মজিদ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। দিনব্যাপি এ প্রশিক্ষণ আয়োজনের জন্যে আয়োজকদের ধণ্যবাদ জানান যশোরের সাংবাদিকবৃন্দ।