মাসুদ আলম : রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ২ হাজার ৫৪০ ইয়াবা, ১২৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৪২১ গ্রাম গাঁজা, ৩২ ক্যান বিয়ার ও ২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা করা হয়েছে।