শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে দিবারাত্রি টেস্ট খেলার প্রস্তাব পিসিবির

স্পোর্টস ডেস্ক : তিন ভাগে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ভাগে টি-টোয়েন্টি সিরিজ খেলার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে দ্বিতীয় দফায় দেশটির সফরে গেছে মুমিনুলরা। তৃতীয় দফায় এপ্রিলে একটি ওয়ানডে ও বাকি টেস্ট ম্যাচ খেলবে। ওই টেস্টটি দিবা-রাত্রি খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান ফ্লাডলাইটের আলোতে টেস্ট আয়োজনের খবর জানান। ওয়াসিম বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট ফেরার সাথে এখন অনেক দেশই দিবা-রাত্রির টেস্টের দিকে ঝুঁকছে। আমরা আমাদের খেলোয়াড়দের যথাসম্ভব পর্যাপ্ত সুযোগ দিতে চাই এবং গোলাপি বলে টেস্ট ম্যাচও আয়োজন করতে চাই।’

দিবা-রাত্রি টেস্ট পাকিস্তানের জন্য নতুন নয়। অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার খেলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে রাতের আলোতে টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান।

পাকিস্তানে প্রায় ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরে শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে। দুই ম্যাচের সিরিজটি ১-০’তে জিতে নেয় স্বাগতিক পাকিস্তান। চলতি রাওয়ালপি টেস্টে বাংলাদেশের বিপক্ষেও জয় তুলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরো ৬০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দেওয়ার পর অপর প্রান্ত থেকে সাড়ার অপেক্ষায় পিসিবি। সবকিছু ঠিক থাকলে ৩ এপ্রিল ওয়ানডে ও ৫ এপ্রিল দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে।

বিগত বছর ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে বাংলাদেশ। তিন দিনের মাথায় ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরে দেশে ফিরে বাংলাদেশ। আসন্ন বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) ফাইনাল ম্যাচটি দিবা-রাত্রির হবে বলে জানিয়েছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়