সাইফুর রহমান : এক ভিডিও বার্তায় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে শান্ত থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কী, তা জানাতে শনিবার তিনি গণমাধ্যমে এক ভিডিও বার্তা পাঠান। প্রথমআলো, যুগান্তর
রাষ্ট্রদূত বলেন, চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, যেখানে দু’দশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। শিক্ষার্থীদের ফেরত পাঠানো ক্ষেত্রে দূতাবাসের একক কোনো ক্ষমতা নেই দাবি করে তিনি বলেন, ইতোমধ্যে ১৭২ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাস প্রাথমিক কাজ শেষ করেছে, কিন্তু প্রক্রিয়াটি কবে নাগাদ শুরু হতে পারে তা নির্ভর করছে বাস্তবতার ওপর।
চীনের থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থীর খাদ্য ঘাটতির অভিযোগের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক ছাত্রবিষয়ক সমন্বয়কারী লি খেয়ের সঙ্গে এবিষয়ে কথা বলেছি। সেখানকার খাদ্য সরবরাহ সন্তোষজনক বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন।
লি খেয়ের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের খাদ্যাভ্যান্ডারে পর্যাপ্ত পরিমাণে গম, চাল, তেল, মরিচ এবং মসলা, চিনি, লবণসহ প্রয়োজনীয় উপকরণ রয়েছে। এছাড়া নতুন করে কিছু সুপার মার্কেট অনলাইনে অর্ডার নিয়ে খাদ্য সরবরাহ করছে। পাশাপাশি খোলা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনও । এছাড়াও ইতোমধ্যে খাবার পানি সঙ্কটেরও সমাধান করা হয়েছে।’