শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সভা-সমাবেশ করে বিএনপি আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বললেন তথ্যমন্ত্রী

সমীরণ রায় : শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'এর জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, আদালত অবমাননা করার জন্য বিএনপির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া উচিত। তাদের নেত্রী খালেদা জিয়া দোষী সাব্যস্ত হয়ে কারাগারে। তাকে একমাত্র আদালত মুক্তি দিতে পারেন। এখানে সরকারের কিছু করার নেই। বিএনপি বিক্ষোভ সমাবেশের নামে বিশৃঙ্খলা করেছে সব সময়।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পরাজিত না করতে পেরে বিভিন্ন ষড়যন্ত্র করছে বিএনপি। তারা হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা করেছে। পেট্রোল বোমা মানুষ পুড়িয়ে মেরেছে।

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষিত মানুষ কিন্তু সরকারী বিভিন্ন সংস্থার উপবৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার একটি আইন হয়েছে। কিন্তু ফখরুল সাহেব আইনটি ভালোভাবে না পড়েই মুর্খের মতো কথা বলেছেন। তাই তাকে মুর্খের মতো কথা না বলার জন্য অনুরোধ করছি।

সংগঠনের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়