সুজিৎ নন্দী: দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের ঘটনায় মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর অর্থ পাচারের ঘটনায় জড়িতদের ইন্টারপোলের সহযোগিতায় বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ইকবাল মাহমুদ বলেন, যে বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবন-যাপন করছেন, তাদের প্রত্যেককেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি টুলস-টেকনিক প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার দৈনন্দিন সভা শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন। পাচারকারীদের ফিরিয়ে আনার পাশাপাশি দেশের সম্পদও ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।