শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে ভারতে ক্যানসার আক্রান্ত ১১,৬০,০০০!

রাশিদ রিয়াজ : ​​বিশ্ব ক্যানসার দিবসের আগে এ বিষয়ক দু'টি রিপোর্ট প্রকাশ করে হু-র ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (IARC)। একটি ক্যানসার বিষয়ক গবেষণায় জোর দেওয়া হয়েছে। অন্যটিতে প্রতিরোধের উল্লেখ রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৮ সালে নতুন করে ১১, ৬০০০০ জন ক্যানসারে আক্রান্ত হন।

এক বছরে ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO-র রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতে নয়া ক্যানসার আক্রান্তের সংখ্যা ১.১৬ মিলিয়ন, অর্থাত্‍‌ ১১ লাখ ৬০ হাজার। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতি ১০ জন ভারতীয়ের মধ্যে ১জন তাঁর জীবনকালে ক্যানসারের শিকার হন। সেখানে প্রতি ১৫ ভারতীয়ের মধ্যে ১জন মারা যান ক্যানসারে।

বিশ্ব ক্যানসার দিবসের আগে এ বিষয়ক দু'টি রিপোর্ট প্রকাশ করে হু-র ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (IARC)। একটি ক্যানসার বিষয়ক গবেষণায় জোর দেওয়া হয়েছে। অন্যটিতে প্রতিরোধের উল্লেখ রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৮ সালে নতুন করে ১১, ৬০০০০ জন ক্যানসারে আক্রান্ত হন। ওই বছর ক্যানসার নথিভুক্ত মৃত্যু ৭ লক্ষ ৮৪ হাজার ৮০০। সেখানে ৫ বছরে ক্যানসার রোগী ২২ কোটি ৬০ লাখ।

ভারতে মোস্ট কমন ৬টি ক্যানসার হল স্তন ক্যানসার (১,৬২,৫০০ কেস), ওরাল ক্যানসার (১,২০,০০০ কেস), সার্ভিক্যাল ক্যানসার (৯৭,০০০ মামলা), ফুসফুসে ক্যানসার (৬৮,০০০), পেটে ক্যানসার (৫৭,০০০) ও কোলোরেক্টাল ক্যানসার (৫৭,০০০)। নতুন ক্যানসার রোগীদের ৪৯ শতাংশই এই ছ'টি ক্যানসারে আক্রান্ত।

পুরুষদের ৫ লাখ ৭০ হাজার ক্যানসার আক্রান্তের মধ্যে ওরাল ক্যানসারের শিকার ৯২,০০০, ফুসফুসের ক্যানসারে ভুগছেন ৪৯ হাজার, পেটের ক্যানসারে ৩৯,০০০, কোলোরেক্টাল ক্যানসারে ৩৭,০০০ এবং ওসোফেগাল ক্যানসারের শিকার ৩৪,০০০। পুরুষদের ৪৫ শতাংশই উল্লিখিত ক্যানসারে আক্রান্ত।

ওই বছরেই ক্যানসার আক্রান্ত মহিলা ৫ লাখ ৮৭ হাজার। এর মধ্যে স্তন ক্যানসারেই সব থেকে বেশি আক্রান্ত, ১ লাখ ৬২ হাজার ৫০০ জন। সার্ভিক্যাল ক্যানসারের শিকার ৯৭ হাজার, ডিম্বাশয়ের ক্যানসারে ৩৬ হাজার, ওরাল ক্যানসারে ২৮ হাজার ও কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত ২০ হাজার। সব মিলিয়ে ৬০ শতাংশই উল্লিখিত ক্যানসারে আক্রান্ত।

রিপোর্টে আরও বলা হয়েছে, মাথা ও ঘাড় ও মুখের ক্যানসারের অন্যতম কারণ তামাকজাত দ্রব্য। নিম্ন আর্থ-সামাজিক অবস্থার কারণে বাড়ছে সার্ভিক্যাল ক্যানসার। ওভারওয়েটও ক্যানসার ডেকে আনে। স্তন ও কোলোরেক্টাল ক্যানসারের অন্যতম কারণ ওবেসিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করা এবং বর্তমান লাইফস্টাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়